প্রকাশিত: Wed, May 22, 2024 12:59 PM
আপডেট: Sun, Jun 16, 2024 1:12 PM

[১]নেতানিয়াহু ও সিনওয়ারার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি আবেদনে ফ্রান্সের সমর্থন [২]গাজায় ইসরায়েলি হামলা গণহত্যা নয়: বাইডেন

ইকবাল খান: [৩.১] যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যালান্ট ও হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার, রাজনৈতিক শাখা প্রধান ইসমাইল হানিয়া, আল কাসেম ব্রিগেড নেতা মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরি যিনি মোহাম্মদ দেইফ- এই পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া সিদ্ধান্ত নিয়েছে  আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি)। সূত্র: সিএনএন, বিবিসি

[৩.২] আইসিসিকে সমর্থন করে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল প্রসঙ্গে ফ্রান্সের বক্তব্য হল, আন্তর্জাতিক আদালতের বিচার-পূর্ববর্তী চেম্বার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সিদ্ধান্ত নেবে। তারা অভিযোগের স্বপক্ষে প্রধান কৌঁসুলির উপস্থাপন করা তথ্যপ্রমাণ নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নেবে।

[৩.৩] বিবৃতিতে আরও বলা হয়, বেশ কয়েক মাস ধরে গাজায় কঠোরভাবে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে হুঁশিয়ারি দিয়ে এসেছে ফ্রান্স।

[৪] আইসিসি’র সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে প্রথমবারের মতো হামাস-ইসরায়েল যুদ্ধে পশ্চিমা মিত্রদের মধ্যে নীতিগত পার্থক্যের বিষয়টি প্রকাশ্যে এলো। 

[৫.১] হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিসি) ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ করেছে আমরা তা প্রত্যাখ্যান করছি। আনাদোলু

[৫.২] জো বাইডেন বলেন, আমি পরিস্কার জানিয়ে দিতে চাই, ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন আমরা প্রত্যাখ্যান করছি। হামাস ও ইসরায়েলকে একইভাবে তুলনা করা যাবে না। সম্পাদনা: সালেহ্ বিপ্লব